অবতরণের সময় ফেটে গেল বিমানের চাকা

রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণের সময় চাকা ফেটে গেছে নভোএয়ারের একটি উড়োজাহাজের। এসময় বিমানটিতে ৩৩ জন যাত্রী ছিলেন। তবে তাদের নিরাপদেই বিমান থেকে নামিয়ে আনা হয়।

- Advertisement -

রাজশাহী বিমানবন্দরে অবতরণের সময় রোববার (১৭ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

এর আগে ঢাকা থেকে ৩৩ জন যাত্রী নিয়ে বিমানটি রাজশাহীর উদ্দেশে যায়। রাজশাহী থেকে ৫৫ জন যাত্রী নিয়ে ঢাকা আসার কথা ছিল। ঢাকা আসার জন্য রাজশাহীতে অপেক্ষমাণ ৫৫ যাত্রীকে নিয়ে আসে ঢাকা থেকে পাঠানো নভোএয়ারের আরেকটি উড়োজাহাজ।

তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে নভোএয়ারের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মেসবাউল ইসলাম গণমাধ্যমকে জানান।

- Advertisement -islamibank

তিনি জানান, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে সকাল পৌনে ১০টার দিকে রাজশাহী পৌঁছায় টিআর ৭২-৫০০ উড়োজাহাজটি। বিমানবন্দরে অবতরণের সময় এয়ারক্রাফটের পেছনের বাঁ দিকের একটি চাকা বিকট শব্দে ফেটে যায়। তবে যাত্রীদের নিরাপদেই নামিয়ে আনা হয়। কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তবে যাত্রীরা কিছুটা আতঙ্কিত হন।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM