মায়ের হাত ধরে না ফেরার দেশে ছেলে

কোর্টবিল্ডিং থেকে ছুটতে ছুটতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসে মাটিতে লুটিয়ে পড়লেন অ্যাডভোকেট আতাউর রহমান। নিজের প্রাণসম সন্তান আর প্রিয় সহধর্মিনীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন। হাতের কাছে ছেলের সহপাঠী যাকে পাচ্ছেন তাকে জড়িয়ে ধরে আহাজারি করছেন।

- Advertisement -

রোববার (১৭ নভেম্বর) স্কুলে যাওয়ার জন্য মা ফারজানার (৩২) হাত ধরে বের হয়েছিলেন ছোট্ট শিশু আতিক (১০)। কিন্তু স্কুলে পৌঁছানোর আগেই পাথঘাটার গ্যাসলাইন বিস্ফোরণে প্রাণ হারান মা-ছেলে।

- Advertisement -google news follower

মায়ের হাত ধরে না ফেরার দেশে ছেলে

সকাল ৯টার দিকে পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনের পাশে বড়ুয়া বিল্ডিংয়ে গ্যাসলাইন বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে পাঁচতলা ভবনটির নিচতলার দুটি দেয়াল ধসে পড়ে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। সেই হতভাগ্য ৭ জনের মধ্যে ফারজানা বেগম ও তার ছেলে আতিকও রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।

জয়নিউজ/কাউছার/পিডি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM