শোকদগ্ধদের পাশে নগরপিতা, নিহতের পরিবার পাবে লাখ টাকা

0

মৃত্যুপুরী পাথরঘাটা গিয়ে শোকদগ্ধদের পাশে দাঁড়িয়েছেন নগরপিতা আ জ ম নাছির উদ্দীন।

রোববার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে তিনি ঘটনাস্থলে যান।

চসিক মেয়র নিহতদের আাত্মার শান্তি কামনা করেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়া নিহতদের পরিবারকে ১ লাখ টাকা এবং লাশ পরিবহনের ব্যয় নির্বাহের আশ্বাস দেন। এছাড়া আহতদের চিকিৎসা দেওয়া হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, রোববার (১৭ নভেম্বর) সকাল ৯টায় নগরের পাথরঘাটা ব্রিকফিল্ড রোডের কুঞ্জমনি ভবনের পাশে বড়ুয়া বিল্ডিংয়ে গ্যাসলাইন বিস্ফোরণ হয়। এতে ৭ জন নিহত হন।

জয়নিউজ/কাউছার/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM