অস্থির সবজির বাজার

হঠাৎ করে বেড়ে গেছে সবজির দাম। ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে সবজি উৎপাদন কমে যাওয়ায় শীতকালীন সবজির দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে ক্রেতাদের অভিযোগ কোনো কারণ ছাড়া এ দাম বাড়ানো হয়েছে।

- Advertisement -

শুক্রবার (১৫ নভেম্বর) নগরের রিয়াউদ্দিন বাজার, কাজীর দেউড়ি, চকবাজার কাঁচাবাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

- Advertisement -google news follower

বাজারে প্রতিকেজি  শসা  ৫৫ টাকা, বরবটি ৬৫ টাকা, তিতকরলা ৫০ টাকা,বেগুন ৭০ টাকা, টমেটো ৮০ টাকা, ফুলকপি ৬০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা পটল৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এসব সবজির দাম গত সপ্তাহে কেজিতে ১০ থেকে ১২ টাকা কম ছিল।

তবে গেল সপ্তাহের মতো অপরিবর্তিত রয়েছে মাংসের দাম। প্রতিকেজি ব্রয়লার মুরগির ১১০ টাকা, দেশি মুরগি ৩৮০ থেকে ৪০০ টাকা, লেয়ার মুরগি ২০০ টাকা। এদিকেগরুর মাংস ৫৩০ টাকা, ছাগলের মাংস ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

- Advertisement -islamibank

মাছের বাজারও স্থিতিশীল রয়েছে। বাজারে প্রতিকেজি কাতাল ৩২০ টাকা, চিংড়ি ৬৫০ টাকা, রূপচাঁদা ১২০০ টাকা,  তেলাপিয়া ১৮০ টাকা, ইলিশ ৮০০ থেকে ১০০০ টাকায় বিক্রি হচ্ছে।

জয়নিউজ/হিমেল/পিডি

 

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM