সম্মিলিত উদ্যোগই নতুন সড়ক আইন বাস্তবায়ন সম্ভব: চসিক মেয়র

চট্টগ্রাম সিটি (চসিক) করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নে জনসচেতনতার পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক, হেলপার ও পথচারীদের সম্মিলিত উদ্যোগই এ সড়ক আইন বাস্তবায়ন সম্ভব।

- Advertisement -

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালে জিইসি চত্বরে সড়ক পরিবহন আইন-২০১৮ জনসচেতনতা কার্যক্রম উদ্বোধনকালে তিনি একথা বলেন।
সম্মিলিত উদ্যোগই নতুন সড়ক আইন বাস্তবায়ন সম্ভব: চসিক মেয়রকনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রামের আয়োজনে সভায় মেয়র নতুন সড়ক পরিবহন আইন সম্পর্কে আরো জনসচেতনতা বৃদ্ধিতে জোরালো কার্যক্রম পরিচালনা করার তাগিদ দেন।

- Advertisement -google news follower

চসিক মেয়র নিরাপদ সড়কের দাবিতে দেশব্যাপী কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার নতুন সড়ক পরিবহন নীতিমালা প্রণয়ণ করায় সরকারসহ সংশ্লিষ্টদের সাধুবাদ জানান।

অনুষ্ঠান শেষে মেয়র নাছির পথচারী, পরিবহন মালিক ও শ্রমিকদের মাঝে লিফলেট বিতরণ করেন।

- Advertisement -islamibank

ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার ট্রাফিক(উত্তর) আমির জাফর, বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম মনজুরুল হক, ভ্যাট’র সোহেল আক্তার খান, ক্যাব দক্ষিণ জেলা সভাপতি আবদুল মান্নান, ক্যাব মহানগরের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম, সহসভাপতি হাজী আবু তাহের, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, মানবাধিকার কমিশনের আমিনুল হক বাবু, ক্যাব আকবর শাহ থানা সাধারণ সম্পাদক দিদারুল আলম প্রধান, ক্যাব পাঁচলাইশের যুগ্ম সম্পাদক সেলিম জাহাঙ্গীর, ক্যাব চান্দগাঁওয়ের সভাপতি জানে আলম, সেলিম সাজ্জাদ, ক্যাব হালিশহরের আমদাদুল করিম সৈকত, ক্যাব খুলশীর ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, ক্যাব জামাল খানের সভাপতি সালাহউদ্দীন, সাধারণ সম্পাদক নবুয়ত আরা সিদ্দিকী, ক্যাব পাহাড়তলীর হারুন গফুর ভূঁইয়া, ক্যাব বন্দরের আলমগীর বাদশা, লিও ক্লাব অব ইম্পিরিয়াল সিটির সভাপতি মহিউদ্দীন সিরাজ, ক্যাব যুব গ্রুপের সভাপতি চৌধুরী কেএনএম রিয়াদ, নোমান উল্লাহ বাহার, ইয়াসির সাবিত, কায়েমুর রশিদ বাবু, এমএ সিদ্দিক, সামির আকাশ, সব্যসাচী দেবনাথ, মিঠুন নাথ, ক্যাব পাঁচলাইশের হুমায়ুন কবির, মইনউদ্দীন, রুবি খান, সামির আকাশ ও পরিবহন মালিক এমএন পুতু।

জয়নিউজ/কাউছার/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM