বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে আশ্রয়ণ প্রকল্পের ১২ বসতঘর ভস্মিভূত

বোয়ালখালীতে আগুনে পুড়ে গেছে আশ্রয়ণ প্রকল্পের ১২ বসতঘর। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা ৮নং ওয়ার্ডের গুচ্ছগ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

- Advertisement -

রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কিরীটী রঞ্জন বড়ুয়া। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

- Advertisement -google news follower

আগুনে আশ্রয়ণ প্রকল্পের সরকারি ঘর পাওয়া মো. রফিক, হোসেন আলী, মোশারফ হোসেন, নুরুন্নাহার, মো. ইউছুপ, মো. বাদশা মিয়া, আবদুল সামাদ, বাহারুল আলম, জসিম উদ্দিন, বাচা মিয়া, আব্দুল হক, মোহাম্মদ পিয়ারুর বসত পুড়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম।

তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদানের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জয়নিউজ/মাসুদ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM