রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে ১০০ মিলিয়ন ইউরো দিবে জার্মানি

0

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সরকারকে ১০০ মিলিয়ন ইউরো সহযোগিতা করবে বলে জানিয়েছেন বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ।

সোমবার  (১১ নভেম্বর) দুপুরে নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চেম্বার কার্যালয়ে চেম্বার সভাপতি মাহবুবুল আলম’র সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জার্মান রাষ্ট্রদূত এ তথ্য জানান।

জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে উন্নত রাষ্ট্রের দিকে অগ্রসর হচ্ছে। প্রায় ৮% এর উপরে অর্জিত জিডিপিকে দুই অংকে উন্নীত করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে সেক্ষেত্রে জিএসপি সুবিধা থেকে বঞ্চিত হলেও জিএসপি প্লাস সুবিধা গ্রহণ করে বিনা শুল্কে পণ্য রপ্তানির সুযোগ রয়েছে। যদি বাংলাদেশ এক্ষেত্রে ইউরোপিয়ান কমিশন প্রদত্ত শিশু শ্রম, সুশাসন ও শ্রম অধিকারসহ অন্যান্য শর্তাবলী পূরণ করতে পারে।

এসময় মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে জার্মান বিনিয়োগ এবং বঙ্গোপসাগরে বিশাল সমুদ্র সীমানায় অর্থনৈতিক সুবিধালাভে জার্মান রাষ্ট্রদূতের সহযোগিতা কামনা করেন চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।

চেম্বার পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন) চলমান অর্থনৈতিক উন্নয়নে বর্তমান সরকারের ব্যবসাবান্ধব নেতৃত্বের সুফল হিসেবে অভিহিত করেন। সভা শেষে জার্মান রাষ্ট্রদূত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এক্সিবিশন হল পরিদর্শন করেন।

সভায় চেম্বার পরিচালক এস এম আবু তৈয়ব, সৈয়দ মোহাম্মদ তানভীর এবং জার্মানির অনারারী কনসাল মির্জা শাকির ইস্পাহানী উপস্থিত ছিলেন।

জয়নিউজ/কাউছার/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM