চালু হলো শাহ আমানত বিমানবন্দর

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর শঙ্কা কেটে যাওয়ার পর  চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার (১০ নভেম্বর) সকাল ৬টা থেকে ফ্লাইট অপারেশন কার্যক্রম ফের শুরু হয়েছে।

- Advertisement -

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারোয়ার-ই-জামান জানান, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে শনিবার (৯ নভেম্বর) বিকেল ৪টা থেকে রোববার (১০ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত ১৪ ঘণ্টা বিমানবন্দরে বিমান ওঠানামাসহ সকল অপারেশনাল কার্যক্রম বন্ধ ছিল। তবে চট্টগ্রাম ঘূর্ণিঝড় কেন্দ্রের বাইরে থাকায় আবারো বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা স্বাভাবিক করা হয়েছে।

- Advertisement -google news follower

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, প্রবল আকারে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ ভোর ৫টায় সুন্দরবনের কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল অতিক্রম করেছে। বর্তমানে খুলনা ও দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে প্রবল ঘূর্ণিঝড় আকারে অবস্থান করছে বুলবুল। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে যাবে।

জয়নিউজ/পিডি

- Advertisement -islamibank

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM