বুলবুলও বাধা হতে পারেনি বাদলের দ্বিতীয় জানাজায়

মুক্তিযোদ্ধা ও সাংসদ মাঈন উদ্দিন খান বাদলের দ্বিতীয় জানাজা চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। বুলবুল’র প্রভাবে বৃষ্টি উপেক্ষা করে হাজারও মানুষ জমিয়তুল ফালাহ মসজিদের জানাজায় অংশ নেন।

- Advertisement -

শনিবার (৯ নভেম্বর) বাদ মাগরিব তার জানাজা অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

বুলবুলও বাধা হতে পারেনি বাদলের দ্বিতীয় জানাজায়জানাজায় ইমামতি করেন আওলাদে রাসুল (সাঃ) সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (মা.জি.আ) এর বড় শাহাজাদা হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ কাশেম শাহ (মা.জি.আ)।

জানাজা শেষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, নানা শ্রেণি-পেশার মানুষ বাদলের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বাদলকে শেষবারের মতো দেখতে জানাজায় আসা নেতাকর্মীরা হুমড়ি খেয়ে পড়েন। পরে পুলিশের পক্ষ থেকে মাঈন উদ্দিন খান বাদলকে গার্ড অব অনার দেওয়া হয়।

- Advertisement -islamibank

জানাজায় অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী, সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী, আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী, মাহফুজুর রহমান মিতা, জেলা পরিষদ চেয়ারম্যান এমএ সালাম, সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান, জেলা জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM