অযোধ্যা মামলার রায় পড়ছেন প্রধান বিচারপতি

আর কিছুক্ষণ পরেই দেওয়া হবে অযোধ্যা মামলার রায়। ইতোমধ্যে রায় পড়তে শুরু করে দিয়েছেন ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ

- Advertisement -

সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে প্রধান বিচারপতির সঙ্গে রয়েছেন বিচারপতি এসএ বোবদে, বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এস আব্দুল নাজির।

- Advertisement -google news follower

শীর্ষ আদালতের এক নম্বর ঘরে রায় প্রদান করা হচ্ছে। এর আগে সকাল পৌনে ১১টার দিকে ওই কক্ষটি খুলে দেওয়া হয়। তারপর বিচারপতিরা সেই ঘরে প্রবেশ করেন। ১১টার দিকে রায়ের কপিতে স্বাক্ষর করেন বিচারপতিরা। সঙ্গে সঙ্গেই রায় পড়া শুরু করেন প্রধান বিচারপতি।

এদিকে রায় ঘিরে অশান্তি এড়াতে ১৪৪ ধারা জারি হয়েছে গোটা উত্তরপ্রদেশে। সোমবার পর্যন্ত বন্ধ রাখার হয়েছে রাজ্যের সব স্কুল-কলেজ । একই নির্দেশ জারি হয়েছে কর্নাটক ও মধ্যপ্রদেশেও।

- Advertisement -islamibank

জয়নিউজ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM