এক কাঁকড়ায় ৩৯ লাখ টাকা!

অবিশ্বাস্য হলেও সত্যি যে নিলামে তুষার কাঁকড়া (স্নো ক্র্যাব) নামে একটি কাঁকড়া বিক্রি হয়েছে ৩৯ লাখ টাকায়।

- Advertisement -

বৃহস্পতিবার ( ৭ নভেম্বর) জাপানের টোকিওতে নিলাম থেকে এ রেকর্ড দামে কাকঁড়াটি কিনে নেন এক ব্যক্তি।

- Advertisement -google news follower

জানা গেছে, এক কেজি ২০০ গ্রাম ওজন ওই কাঁকড়ার। আসলে জাপানের টটোরি এলাকায় এই সপ্তাহ থেকেই শুরু হয়েছে শীতকালীন সামুদ্রিক খাবারের মৌসুম। সেখানে অনেক সময় দেখে ভালো লেগে গেলে অনেকেই চড়া দাম দিয়ে এমন কাঁকড়া বা টুনা মাছ কিনে নেন।
তবে এই কাঁকড়া একজন স্থানীয় খুচরা ব্যবসায়ী কিনেছেন। তিনি সেটি বড় কোনো জাপানি রেঁস্তোরায় বিক্রি করবেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

স্থানীয় প্রশাসনের একজন কর্মকর্তা দাবি করেন, একটি কাঁকড়ার ক্ষেত্রে এটি বিশ্বের সব থেকে বেশি দাম। এই কাঁকড়ার দামের বিষয়টি যাতে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে ওঠে তার আবেদন করা হবে বলেও জানিয়েছেন প্রশাসনিক কর্মকর্তারা।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM