সিএমপিকে সাউথইস্ট ব্যাংকের অ্যাম্বুলেন্স উপহার

0

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে (সিএমপি) একটি অ্যাম্বুলেন্স উপহার দিল সাউথইস্ট ব্যাংক লিমিটেড। এ উপলেক্ষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে নগরের দামপাড়া পুলিশ লাইন্স সিএমপি’র সম্মেলন কক্ষে এক অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, সাউথইস্ট ব্যাংক সব সময়ই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন সামাজিক কাজে সম্পৃক্ত রয়েছে। তাদের এ ধরণের সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম প্রশংসার দাবিদার এবং এর ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাউথইস্ট ব্যাংক লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন।

এতে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এসএম মোস্তাক আহমেদ খান উপস্থিত ছিলেন।

জয়নিউজ/কাউছার/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM