একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন বসছে বৃহস্পতিবার

0

একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকাল সোয়া ৪টায় শুরু হবে। সংসদের পঞ্চম অধিবেশন শুরু হওয়ার আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সভাপতিত্ব করবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
সেই বৈঠকে নির্ধারণ হবে এ অধিবেশন কতদিন চলবে। তবে সংবিধান রক্ষার এ অধিবেশনের কার্যদিবস দীর্ঘ হবে না বলে জানা গেছে।

এরআগে মাত্র চার কার্যদিবস চলার পর ১২ সেপ্টেম্বর চতুর্থ অধিবেশন শেষ হয়। একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

সংসদের আইন শাখা জানায়, এ অধিবেশনে পাঁচটি বিল নিয়ে কাজ হতে পারে। বিলগুলো সংসদে উত্থাপনের জন্য সংসদীয় কমিটিতে পরীক্ষাধীন রয়েছে। এগুলো হলো- বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৯, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিল-২০১৯, কাস্টমস বিল-২০১৯, বাংলাদেশের পতাকাবাহী জাহাজ (সুরক্ষা) বিল-২০১৯ ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিল-২০১৯।

এছাড়া আরও নতুন বিল আসতে পারে।

জয়নিউজ/কাউছার/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM