কিরিচ বাবুলের ছেলের টর্চার সেলে পাওয়া গেল নির্যাতনের সরঞ্জাম, অস্ত্রসহ গ্রেপ্তার

0

নগরের বাকলিয়া থানার মাস্টারপুল এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে দিদারুল হক কাজেমী ওরফে কিরিচ বাবুলের ছেলে নেওয়াজকে (৩৫) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

নেওয়াজকে গ্রেপ্তারের পর কিরিচ বাবুলকে ধরতে পুলিশের অভিযান এখনো অব্যাহত আছে বলে জানিয়েছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন।

ওসি নেজাম উদ্দিন জয়নিউজকে বলেন, এসময় তার টর্চার সেলে নির্যাতনের বিভিন্ন সরঞ্জামসহ একটি দেশিয় অস্ত্র, ২ রাউন্ড কার্তুজ, কিরিচ. চাপাতি, চাকু, রড, ২০০ পিস ইয়াবা ও আরো বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ডজন খানেক মামলা রয়েছে। আর একের অধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে।

জয়নিউজ/রিফাত/বিআর
আরও পড়ুন
লোড হচ্ছে...
×