বায়েজিদে ইয়াবাসহ ৫ মাদকব্যবসায়ী গ্রেপ্তার

0

নগরের বায়েজিদ বোস্তামীর কোম্পানী গেট ও চাঁদনী সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ৪৬৫ পিস ইয়াবাসহ পাঁচ মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) রাতে বায়েজিদ থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- আব্দুল খালেক (১৮), সাইফুল ইসলাম (১৮), মো. একরাম হোসেন (১৯), আলিফ উদ্দিন (২০) ও মো. সৈয়দ (৩৬)।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, বায়েজিদের কোম্পানী গেট এলাকা থেকে তিন ইয়াবা ব্যবসায়ীকে ১ হাজার ৯৪০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের তথ্যেরভিত্তিতে অক্সিজেন চাঁদনী সিনেমা হলের সামনে পাকা রাস্তা থেকে ৫২৫ পিস ইয়াবাসহ মো. সৈয়দকে (৩৬) গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।

জয়নিউজ/রিফাত/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM