নগরে রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশাসহ যুবক গ্রেপ্তার

0

নগরের আকবরশাহ’র সিডিএ এলাকায় অভিযান চালিয়ে দুটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশাসহ মো. সালাউদ্দিন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সালাউদ্দিন সীতাকুণ্ডের বাসিন্দা জানে আলমের ছেলে।

নগর গোয়েন্দা (উত্তর) উপ-কমিশনার মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশাসহ সালাউদ্দিন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সালাউদ্দিনের বিরুদ্ধে আকবরশাহ থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

জয়নিউজ/আরডি/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM