মুক্তিযুদ্ধের সংগঠক শফিউল আলম আর নেই

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও দৌলার প্রেসের স্বত্বাধিকারী মো. শফিউল আলম (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না…রাজেউন)।

- Advertisement -

রোববার (৩ নভেম্বর) বিকেল ৫টায় নগরের একটি ক্লিনিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও তিন মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে যান।

- Advertisement -google news follower

নগরের মিসকিন শাহ (র.) মাজার প্রাঙ্গণে রোববার রাত সাড়ে ৮টায় জানাযার পর তাকে মাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, মরহুম শফিউল আলম পাকিস্তান আমলে ন্যাপের (মোজাফফর) কেন্দ্রীয় নেতা ছিলেন।

বাংলাদেশের স্বাধিকার সংগ্রামে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালে দেওয়ানবাজার দেওয়ানজী পুকুর লেইনের দোলার প্রেসে স্বাধীনতা বিরোধীরা দুইবার আগুন লাগিয়ে দেয় স্বাধীন দেশের পতাকা ছাপানো ও সরবরাহের অপরাধে। ৭০ এ নির্বাচনে আওয়ামী লীগের রাজনীতির সংযুক্ত হন। তিনি সামরিক শাসক জেনারেল জিয়ার আমলে কারাভোগ করেন।

- Advertisement -islamibank

উল্লেখ্য, মরহুম শফিউল আলম দৈনিক আজাদীর সহসম্পাদক রেজাউল করিমের বাবা।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM