পাপন বিদেশে খেলেছেন, দেশে নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

0

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের ক্যাসিনো খেলার ভিডিও প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এই ভিডিও দেশের নয়। পাপন হয়তো বিদেশে খেলেছেন।

রোববার (৩ নভেম্বর) সচিবালয় ভিত্তিক সাংবাদিক সংগঠনের উদ্যোগে আয়োজিত বিএসআরএফ সংলাপে এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

সম্প্রতি ভাইরাল হওয়া বিসিবি সভাপতি পাপনের ক্যাসিনো খেলার ভিডিও প্রসঙ্গে সংবাদিকরা প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি যতদূর দেখেছি, তিনি বাংলাদেশে কোথাও ক্যাসিনো খেলেননি। তিনি বিদেশে খেলেছেন, ফলে বিষয়টিকে সেভাবে নেওয়া যায় না। এটা আমাদের বিষয় নয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্যাসিনো বিষয়ে কেউ ছাড়া পাচ্ছে না। আমরা এ পর্যন্ত যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি তারা মূলত ক্যাসিনো ব্যবসার উৎপত্তি ঘটিয়েছে। যারা ক্যাসিনো ব্যবসা লিড দিচ্ছে তাদেরকে আমরা গ্রেপ্তারে চেষ্টা করেছি।

জয়নিউজ/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM