রূপালি ইলিশে সাজছে ঘাট

0

২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় রাতেই বোট নিয়ে জেলেরা চলে যান গভীর সাগরে। সকাল থেকেই টুকরি ভর্তি করে একে একে ঘাটে ফিরতে শুরু করেছে জেলেদের বোট।

রোদের আলোয় ঝিকমিক করছে রূপালি ইলিশ। অনেকদিন পর এসেছে টাটকা ইলিশ, তাই হেমন্তের কাকডাকা ভোরে ঘাটে ভিড় করেন অনেক রসনাবিলাসী।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে নগরের ফিশারিঘাট এলাকা থেকে তোলা ছবি।

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM