হাটহাজারীতে অগ্নিকাণ্ডে পুড়ল বসতঘর

0

হাটহাজারীর মেখল ইউনিয়নে এক অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে গেছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ৩টার দিকে ইউনিয়নের রহিমপুর গ্রামের গিয়াস চেয়ারম্যান বাড়ির আকবর হোসেন মিস্ত্রীর বসতঘরে এ অগ্নিকাণ্ড সংগঠিত হয়।

বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে ফায়ার সার্ভিস সূত্র নিশ্চিত করে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ওই রাতে আকবর হোসেনের পরিবারের সদস্যরা প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়ে। গভীর রাতে দেখি আগুনের তাপ অনুভব করে ঘুম থেকে জেগে দেখে আগুনের লেলিহানশিখা পুরো টিনসেট বসত ঘরে ছড়িয়ে পড়েছে। মূহুর্তের মধ্যে আগুন নিয়ন্ত্রনের বাইলে চলে যায়।

খবর পেয়ে আশ-পাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে জানায়।

অগ্নিনির্বাপক দলের সদস্যরা প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লাখ টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তরা পরিবার নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, রাত সাড়ে ৩টার দিকে মেখলে অগ্নিকাণ্ডের খবর পেলে ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সম্ভব হয়। বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জয়নিউজ/তালেব/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM