চবির ভর্তিযুদ্ধ শুরু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ। পাঁচ দিনের এই ভর্তিযুদ্ধের প্রথম দিনে রোববার (২৭ অক্টোবর) ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

- Advertisement -

এবারের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সকাল ও বিকেল দুই শিফট মিলে মোট পরীক্ষার্থী অংশগ্রহণ করবে ৪২ হাজার ৪ জন।

- Advertisement -google news follower

১ম শিফটের (সকাল) পরীক্ষা সকাল ৯টা ৪৫ মিনিটে ও দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ২ টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন অনুষদে পরিক্ষার আসন বরাদ্দ করা হয়েছে। ভর্তি  পরীক্ষার্থীদের সহায়তায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বসানো হয়েছে হেল্প ডেস্ক ও তথ্য সহায়তা কেন্দ্র

- Advertisement -islamibank

পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, পরীক্ষায় যেকোনো ধরনের জালিয়াতি রোধের জন্য সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে তারা।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ ইয়াকুব বলেন, শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জয়নিউজ/নবাব/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM