বৃহত্তর চট্টগ্রামজুড়ে কমিউনিটি পুলিশের বর্ণিল আয়োজন

‘পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে বর্ণিল আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৬ অক্টোবর) সকালে বিভিন্ন জায়গায় র‌্যালি ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

- Advertisement -

সিটি করপোরেশন: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শিল্প কারখানায় মালিক ও শ্রমিকদের মধ্যে একটি সুসম্পর্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে শিল্প পুলিশ। পুলিশ ও জনগণের মধ্যে সুসম্পর্ক স্থাপনে সেতুবন্ধন হিসেবে কাজ করে কমিউনিটি পুলিশ।

- Advertisement -google news follower

সকালে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩ কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজিএমইএ’র প্রথম সহসভাপতি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও চট্টগ্রাম কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক মো. আব্দুস সালামের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার উত্তম কুমার পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক শফর আলী, চসিক কাউন্সিলর নাজমুল হক ডিউক, হাজী মো. জয়নাল আবেদীন, সাহেদ ইকবাল বাবু ও চেম্বারের পরিচালক অঞ্চন শেখর দাশ।

- Advertisement -islamibank

এছাড়া অনুষ্ঠানে নারী নেত্রী নাছরিন আক্তার, সিইপিজেড চট্টগ্রাম জিএম মো. খুরশিদ আলম, কেইপিজেড চট্টগ্রাম জিএম মসিহউদ্দিন বিন মেসবাহ, বিকেএমইএ পরিচালক শওকত ওসমান, অঞ্জন শেখর দাশ প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৩ এর এএসপি মো. কামরুল হাসান পিপিএম।বৃহত্তর চট্টগ্রামজুড়ে কমিউনিটি পুলিশের বর্ণিল আয়োজন

সীতাকুণ্ড: সীতাকুণ্ড মডেল থানা থেকে সকাল ১১টায় র‌্যালি শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড় প্রদক্ষিণ করে থানার সামনে এসে শেষ হয়। র‌্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রাণী সাহা।

ইন্সপেক্টর (তদন্ত) শামীম শেখের সভাপতিত্বে ও এসআই হারুন অর রশিদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন থানা মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্লাহ, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাবেক সভাপতি এম সেকান্দর হোসাইন, সীতাকুণ্ড মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিদারুল আলম, উপজেলা কমিনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক খাইরুল আজম জসিম, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, রেহান উদ্দিন রেহান, জাহেদ হোসেন নিজামী বাবু, শওকত আলী জাহাঙ্গীর ও সালাহ উদ্দিন আজিজ। এতে স্বাগত বক্তব্য রাখেন ইন্সপেক্ট (অপারেশর) আবুল কালাম ও ইন্সপেক্টর (ইনটেলিজেন্স) সুমন বনিক।

বৃহত্তর চট্টগ্রামজুড়ে কমিউনিটি পুলিশের বর্ণিল আয়োজন

চন্দনাইশ: বেলা ১২টায় থানা চত্ত্বরে এক আলোচনা সভা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেশব চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী এমপি।

এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নিবোদিত চাকমা, চন্দনাইশ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বকতেয়ার আলম, চন্দনাইশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ওমর ফারুক, চন্দনাইশ থানা কমিউনিটি পুলিশের সভাপতি আলমগীরুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান বরকল হাবিবুর রহমান।

চন্দনাইশ থানার এসআই মোজাম্মেল হকের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন থানা পুলিশ পরিদর্শক মাহাবুবুল আকন্দ। অন্যান্যেল মধ্যে বক্তব্য রাখেন দোহাজারী হাইওয়ে থানা (ওসি) এহসান হাবি, কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক জাবের মুহাম্মদ গাউস, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট দেলোয়ার হোসেন।

 

বৃহত্তর চট্টগ্রামজুড়ে কমিউনিটি পুলিশের বর্ণিল আয়োজন

সন্দ্বীপ: স্থানীয় এনাম নাহার মোড় থেকে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। পরে বেলুন উড়িয়ে সন্দ্বীপ থানা চত্বরে আয়োজিত কমিউনিটি পুলিশের সমাবেশ উদ্বোধন করেন সন্দ্বীপ কমিউনিটি পুলিশের সভাপতি চেয়ারম্যান আবুল খায়ের নাদিম।

সন্দ্বীপ থানা ওসি (তদন্ত) আবদুল হালিমের সঞ্চালনায় ও অফিসার ইনচার্জ শেখ শরিফুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন, আলাউদ্দীন বেদন, জামাল উদ্দিন, ছিদ্দিকুর রহমান, মো. রহিম উল্যা, জসিম উদ্দিন, মিজানুর রহমান, মাধব চন্দ্র শীল, আবু তাহের মেম্বার ও জামাল উদ্দিন প্রমুখ।

বৃহত্তর চট্টগ্রামজুড়ে কমিউনিটি পুলিশের বর্ণিল আয়োজন

সাতকানিয়া: সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবারক হোসেন। উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি ও সাতকানিয়া থানা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মো. ফরিদুল আলমের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতকানিয়া প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার, বাজালিয়া ইউপি চেয়ারম্যান তাপস দত্ত, খাগরিয়া ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, মার্দাশা ইউপি চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরী ও চরতী ইউপি চেয়ারম্যান ডা. রেজাউল করিম।

বৃহত্তর চট্টগ্রামজুড়ে কমিউনিটি পুলিশের বর্ণিল আয়োজন

পটিয়া: পটিয়া থানা চত্বরে দুপুরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন পটিয়া থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন। পটিয়া থানার সেকেন্ড অফিসার ( সিপি ও) এসআই খালেদের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান,পটিয়া পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, চট্টগ্রাম জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন ফরিদ, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, পটিয়া থানার ওসি (তদন্ত) জব্বারুল  ইসলাম, পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল খালেক, ৪নং ওয়ার্ড কাউন্সিলর গোফরান রানা, কেলিশহর ইউপি চেয়ারম্যান সরোজ সেন নান্টু, আশিয়া ইউনিয়ন চেয়ারম্যান এম হাসেম, কচুয়াই ইউনিয়ন চেয়ারম্যান ইনজামুল হক জসিম ও কাশিয়াইশ ইউনিয়ন চেয়ারম্যান আবুল হাসেম প্রমুখ।

বৃহত্তর চট্টগ্রামজুড়ে কমিউনিটি পুলিশের বর্ণিল আয়োজন

লক্ষ্মীপুর: সকালে পৌর শহরে আয়োজনের মধ্যে ছিল র‌্যালি, চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা। পরে জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ব্যবসায়ী গাজী মাহমুদ কামাল সভায় সভাপতিত্ব করেন।

জামসেদ কবির বাক্কিবিল্লার সঞ্চলানায় এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসানের সাংসদ কাজী শহিদ ইসলাম পাপুল। বিশেষ অতিথি ছিলেন এএসপি সার্কেল স্পীনা রাণী প্রামানিক, ওসি মোহাম্মদ তোতা মিয়া, ওসি তদন্ত শিপন বড়ুয়া, প্রিন্সিপাল আ ন ম নিজাম উদ্দীন, আওয়ামী লীগ নেতা সাবেক উপজেলা চেয়্যারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদার। অ্যাডভোকেট মিজানুর রহমান মুন্সি, হাজী শাহাজান, তোফাজ্জল হোসেন। ইউসুফ জালাল কিসমত, নাজমুল কাদের গুলজার, আইনুল কবির মনির, জাকির হোসেন নোমান প্রমুখ।

বৃহত্তর চট্টগ্রামজুড়ে কমিউনিটি পুলিশের বর্ণিল আয়োজন

জুরাছড়ি: সকাল সাড়ে ১০টায় থানা ফটক থেকে র‌্যালি বের হয়ে তা যক্ষা বাজারে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। থানা অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাইয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। বিশেষ অতিথি ছিলেন জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ক্যানন চাকমা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা ও রাধা কৃষ্ণ হরি মন্দিরের সভাপতি মদন মোহন নাথ।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM