কর্ণফুলী নদীতে ছড়িয়ে পড়া ৪ হাজার লিটার তেল সরানো হলো

জাহাজের সঙ্গে অয়েল ট্যাংকারের সংঘর্ষে কর্ণফুলী নদীতে ছড়িয়ে পড়া ৪ হাজার লিটার তেল তুলে নেওয়া হয়েছে।

- Advertisement -

শনিবার (২৬ অক্টোবর) সকালে নদী থেকে পানিসহ এ তেল তুলে নেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

- Advertisement -google news follower

বন্দর কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পর থেকে নিঃসরিত তেল নদী থেকে তুলে নেওয়ার কাজ শুরু করে বন্দরের টিম। এ কাজে নিয়োজিত ছিল বন্দরের ‘বে ক্লিনার-১ ও ২’, ‘কাণ্ডারী ১০ ও ১১’, দুইটি লেবার বোট।

বন্দর কর্তৃপক্ষ আরো জানায়, এ ঘটনায় দুই জাহাজের মাস্টারসহ তিনজনকে আটক করা হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী জাহাজের মালিকের কাছ থেকে ক্ষতিপূরণ ও খরচ আদায় করা হবে।

- Advertisement -islamibank

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত দুইটার দিকে কর্ণফুলী নদীর ৩ নম্বর ডলফিন জেটি এলাকায় মাঝনদীতে লাইটার জাহাজ ‘সিটি ৩৮’ ধাক্কা দিলে ফুটো হয়ে যায় অয়েল ট্যাংকার ‘দেশ-১’। এরপর নদীতে ছড়িয়ে পড়ে জ্বালানি তেল।

জয়নিউজ/হিমেল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM