সৎ রাজনৈতিক নেতা বর্তমান সময়ে পাওয়া কঠিন: ফজলে করিম

রেলপথ মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, আদর্শবান সৎ রাজনৈতিক নেতা বর্তমান সময়ে পাওয়া কঠিন।

- Advertisement -

মরহুম শফিকুল ইসলাম চৌধুরী আলেকিত সমাজ গঠনে ব্যাপক ভূমিকা রেখেছেন। বিএনপি-জামায়াত জোট সরকারের সকল নির্যাতনকে মোকাবেলা করে তিনি দলের দুঃসময়ে রাউজানে আওয়ামী লীগেকে একাটি শক্তিশালী সংগঠন হিসাবে প্রতিষ্ঠিত করেছেন।

- Advertisement -google news follower

রাউজান পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম চৌধুরীর (বেবি) ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় এসব কথা বলেন তিনি।

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের কার্যলয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এস্মরণ সভা অনুষ্ঠিত হয়।

- Advertisement -islamibank

তিনি আরও বলেন, নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে কাজ করে নিজ দলের সংসদ সদস্যকে রাউজান আসন থেকে বিজয়ী করেন। তিনি রাজনীতি করতে গিয়ে নিজের পৈতৃক সম্পত্তি বিক্রি করে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন। রাউজানে মরহুম শফিকুল ইসলামের সততা, ত্যাগ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মী ও সর্বস্তরের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে উল্লেখ করেন তিনি।

স্মরণ সভায় প্রধান বক্তা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এমএ সালাম বলেন, রাউজান উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি মরহুম শফিকুল ইসলাম চৌধুরী চট্টগ্রামের মধ্যে সৎ রাজনেতিক নেতা হিসাবে পরিচিত। মরহুম শফিকুল ইসলামের মৃত্যু হলেও রাউজানে আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের নেতা-কর্মী ও সাধারণ মানুষের হৃদয়ে মরহুম শফিকুল ইসলাম চৌধুরী চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, উত্তর জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার চৌধুরী বাবুল, উত্তর জেলা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন শাহ, উপজেলা আওয়ামী লীগর সহসভাপতি কাজী ইকবাল, শাহ আলম চৌধুরী, স্বপন দাশগুপ্ত, ইরফান আহম্মদ চৌধুরী, কামরুল হাসান বাহাদুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাহজাহান, পৌর আওয়ামী লীগের সহসভাপতি জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দিলিপ কুমার চৌধুরী, অর্থ সম্পাদক মোহাম্মদ নঈম খান, সাংগঠনিক সম্পাদক জানে আলম জনি, সাংগঠনিক সম্পাদক মরহুম শফিকুল ইসলাম চৌধুরীর ছেলে সাইফুল ইসলাম চৌধুরী রানা, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি ও পৌরসভার ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল, উপজেলা যুবলীগের সহসভাপতি মফজল আহম্মদ, সারজু মোহাম্মদ নাসের, সুমন দে, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আহসান হাবিব চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন পিপলু, পৌরসভা ছাত্রলীগের সভাপতি অনুপ চক্রবর্তী ও সাধারণ সম্পাদক আশিফ।

জয়নিউজ/শফিকুল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM