কমেছে সবজির দাম

0

শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বাজারে নিম্নগামী সবজির দাম। সব সবজির দাম কমেছে কেজি প্রতি ৫ থেকে ২০ টাকা। এতে ক্রেতাদের কিছুটা স্বস্তি মিললেও অপরিবর্তিত রয়েছে মাছ, গরু ও খাসির মাংসের দাম। তবে কিছুটা বেড়েছে মুরগির দাম। শুক্রবার (২৫ অক্টোবর) রিয়াজউদ্দিন বাজার, চকবাজার, কাজীর দেউরি বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

বাজারে প্রতিকেজি টমেটো ৮০ টাকা, সিম ৬০ টাকা, গাজর ৭০ টাকার, পটল ৪০ টাকা, করলা ৫০ টাকা, কাকরোল ৪০ টাকা, বেগুন ৩০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, পেঁপে ৩০ টাকা, শসা ৪০ টাকা, প্রতিপিস বাঁধাকপি ২৫ থেকে ৩০ টাকা, ফুলকপি ৩০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

এসব বাজারে প্রতিআঁটি লাল শাক ১০ থেকে ১২ টাকা, মুলার শাক ১০ থেকে ১৫ টাকা, পালং শাক ১৫ থেকে ২০ টাকা বিক্রি হচ্ছে।

প্রতিকেজি গরুর মাংস ৫৫০ টাকা, খাসি ৭৫০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। তবে কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে মুরগির। বাজারে প্রতিকেজি ব্রয়লার ১৫০ টাকা, লেয়ার ২৬০ টাকা, লেয়ার (লাল) ২৮০ টাকা বিক্রি হচ্ছে।

মাছের মধ্যে বাজারের প্রতিকেজি রুই ২২০ টাকা,  তেলাপিয়া ১৬০ টাকা,  কই ১৭০ থেকে ২০০ টাকা, চিংড়ি ৪০০ টাকা, রুপচাঁদা ১২শ টাকায়।

জয়নিউজ/পিডি

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM