রাঙামাটিতে বিএনপি নেতা খুন

0

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ঘিলাছড়িতে সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা দীপুময় তালুকদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে ঘিলাছড়ির জিরো মাইল এলাকা থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত দ্বীপময় তালুকদার ঘিলাছড়ি মৌজার প্রধান এবং উপজেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন। তাকে খুনের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহতের পরিবারের অভিযোগ, দীপুময় তালুকদারকে মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে একদল সন্ত্রাসী বাড়ি ফেরার পথে রাস্তা থেকে অপহরণ করে। তবে কী কারণে তাকে অপহরণ করা হয়েছিল  বা কেন হত্যা করা হলো এসব বিষয়ে তারা কিছুই জানেন না।

রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহম্মেদ জানান, বুধবার সকালে ঘিলাছড়ির জিরো মাইল নামক এলাকায় দীপুময় তালুকদারের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হবে।

জয়নিউজ/পিডি

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM