চাল এক রাইচমিলের, আর বস্তা…

ধান ভেঙে খাবারের চাল তৈরি করা হয় একটি রাইচমিলে। এরপর মোড়কজাত ও লেবেলকরণ করা হয়। এক্ষত্রে ব্যবহার করা হয় দেশের নামিদামি ব্র্যাণ্ডের লগো সম্বলিত মোড়ক (বস্তা)। আর এভাবে চাল কিনতে গিয়ে দীর্ঘদিন ধরে ঠকছিলেন হাটহাজারীর ক্রেতা সাধারণ।

- Advertisement -

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে হাটহাজারী পৌরসভা এবং মেখল ইউনিয়নের সাত্তার ঘাট এলাকার তিনটি রাইচমিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এমন চিত্র উঠে আসে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন।

- Advertisement -google news follower

এ ব্যাপারে ইউএনও রুহুল আমিন বলেন, এক শ্রেণির অসাধু চাল ব্যবসায়ী রাইচমিলে ধান ভেঙে খাবারের চাল তৈরি করে বিক্রির জন্য পাটের ব্যাগ ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করছে। তাই অভিযান পরিচালনা করে দুই রাইচমিলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং আড়াই হাজার প্লাস্টিকের বস্তা জব্দ করে ধ্বংস করা হয়।

জয়নিউজ/তালেব/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM