অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল, মিরসরাইয়ে গ্রেপ্তার ২

0

মিরসরাইয়ের আমবাড়িয়া এলাকায় এক তরুণীর অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি করায় দুই বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার উত্তর আমবাড়িয়া এলাকার আবু তৈয়বের ছেলে নাজিম উদ্দিন (২৪) ও আবুল হাসেমের ছেলে মমিন (১৯)।

মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ জয়নিউজকে বলেন, তরুণীর ছবি তুলে তার কাছ থেকে চাঁদা দাবি করে নাজিম ও আবুল। পরে ওই তরুণী থানায় অভিযোগ করলে দুপুরের দিকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

জয়নিউজ/হিমেল/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM