ছোট্ট এক মেয়ে শিশু। বয়সটাও এখনও বড়দের কোলে ঘুরে বেড়ানোর। কিন্তু এই শিশুই ফিটনেস প্রশিক্ষণ দিচ্ছে বড়দের!
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে, এক শিশু বড়দের ব্যায়াম শিখাচ্ছেন। তার নড়াচড়া ভঙ্গি নকল করে ব্যায়াম করছেন বড়রা। দেখুন সেই ভিডিও-
Their fitness instructor is very short. pic.twitter.com/Rn5dJlLZbq
— jamie (@gnuman1979) October 18, 2019
জয়নিউজ