রণজিৎ রক্ষিতের প্রয়াণ দিবসে বোধনের স্মরণানুষ্ঠান

দেশবরেণ্য আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিতের প্রথম প্রয়াণ দিবসে ‘প্রাণের মানুষ আছে প্রাণে’ শিরোনামে দুই দিনের স্মরণানুষ্ঠানের আয়োজন করেছে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম।

- Advertisement -

মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথম দিন থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে রণজিৎ রক্ষিতের প্রিয় কবিতার আবৃত্তি ‘কাকুর ডায়রি’। এদিন ‘কাকুর ডায়রি’ শিরোনামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হবে।

- Advertisement -google news follower

দ্বিতীয় দিন বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় নন্দনকাননস্থ ফুলকিতে থাকবে প্রদীপ প্রজ্বালন, রণজিৎ রক্ষিতকে নিয়ে স্মৃতিচারণা ও তাঁকে নিবেদিত কবিতা আবৃত্তি।

দুইদিনের আয়োজনে অংশ নেবেন কবি-সাহিত্যিকসহ আবৃত্তিশিল্পীরা। শ্রদ্ধা ও ভালোবাসায় রণজিৎ রক্ষিত স্মরণ আয়োজনে সবার উপস্থিতি কামনা করেছেন বোধন আবৃত্তি পরিষদের সভাপতি সোহেল আনোয়ার ও সাধারণ সম্পাদক এসএম আবদুল আজিজ।

জয়নিউজ/আরডি/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM