ডবলমুরিংয়ে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

0

নগরের ডবলমুরিংয়ে অগ্নিদগ্ধ হয়ে মো. আশরাফুল (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) ভোরে থানার মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এ অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আশরাফুলের বাবা আমির হোসেন (৪৫), মা খালেদা আকতার (৩০) এবং বড়বোন তানিয়া (৭)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার জানান, ভোরে অগ্নিদগ্ধ হওয়ার পর আশরাফুলসহ তার পরিবারের চার সদস্যকে হাসপাতালে আনা হয়।

তিনি জানান, সকাল ৭টার দিকে আশরাফুলের মৃত্যু হয়। তার বাবা, মা এবং বড় বোনকে হাসপাতালের ৩৬ নম্বর ওয়ার্ডের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জয়নিউজ/রিফাত/এসআই
আরও পড়ুন
লোড হচ্ছে...
×