দিনমজুর বাবা ও মেয়ের গলাকাটা লাশ উদ্ধার

0

নগরের বন্দর থানার নিমতলা এলাকায় দিনমজুর মো. আরিফ (৩৫) এবং তার চার বছর বয়সী মেয়ে বিবি ফাতেমার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে নিমতলা বুচুইক্যা কলোনির শাহআলম ভবনের নিচতলার বাসা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, বুচুইক্যা কলোনির একটি ভবনের নিচতলার একটি বাসায় আরিফ পরিবার নিয়ে থাকতেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে।

তিনি বলেন, বাবা ও মেয়ের ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। এসময় রক্তমাখা ছোরা পাওয়া গেছে। মেয়ে বাসার খাটে এবং তার বাবার লাশ ফ্লোরে ছিল।

ঘটনার বিষয়ে বিস্তারিত কিছুই পাওয়া যায়নি।ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।

জয়নিউজ/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM