সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

0

নগরের শাহ আমানত বিমানবন্দরে সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণসহ জয়নাল নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৮টায় তাকে আটক করেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সরোয়ার ই জামান জয়নিউজকে বলেন, শারজাহ থেকে এয়ার এরাবিয়ার ফ্লাইটে আসছিলেন যাত্রী জয়নাল। বিমানবন্দরে তার লাগেজ তল্লাশি করে ১৩০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। তিনি কৌশলে ৬টি চার্জার লাইটের ভেতর এসব বার লুকিয়ে রেখেছিলেন। যার ওজন ১৫ কেজি ১৬৩ গ্রাম।

জব্দ করা স্বর্ণের মূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা উল্লেখ করে তিনি বলেন, আটক যাত্রী জয়নাল চট্টগ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

জয়নিউজ/হিমেল

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM