কাভার্ডভ্যান ধাক্কায় পুলিশ সার্জেন্ট নিহত

0

নগরের কাভার্ডভ্যানের ধাক্কায় বকশি মোহাম্মদ আব্দুল্লাহ (৩২) নামে এক পুলিশ সার্জেন্ট নিয়মিত দায়িত্ব পালনরত অবস্থায় নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টায় বন্দর টোল রোড এলাকার টোল প্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাফিক (বন্দর) বিভাগের পরিদর্শক (এডমিন) শওকত হোসেন। তিনি বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় গুরতর আহত অবস্থায় সে আহত হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চমেক পুলিশ ফাঁড়ির নায়েক মো. আমির জয়নিউজকে বলেন, সড়ক দুর্ঘটনায় আহত আবদুল্লাহ নামে এক পুলিশ সার্জেন্টকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

জয়নিউজ/রিফাত/এসআই
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM