মধ্যবিত্তের স্বপ্ন পূরণে আসছে হিরোর নতুন বাইক

0

হেঁটে যাওয়ার পথে বাইক দেখলে তাকিয়ে থেকে বাইকের আসনে নিজেকে ভাবা প্রায় মধ্যবিত্তদের স্বভাব। আর এই স্বপ্ন পূরণে এগিয়ে এসেছে হিরো। কয়েকদিন পরই উন্মুক্ত হচ্ছে তাদের হিরো স্প্লেন্ডার আই স্মার্ট।

তথ্য অনুযায়ী, ২০১৯ এর স্প্লেন্ডার আই স্মার্টে থাকবে ১১৩.২ সিসি এর ইঞ্জিন, সিঙ্গেল – সিলিন্ডার, এয়ার কুলড ইঞ্জিনের সঙ্গে ফুয়েল ইঞ্জেকশন টেকনোলজি।

৭,৫০০ আরপিএমতে ৯.১৫ বিএইচপি পাওয়ার উৎপন্ন করে ছুটবে স্প্লেন্ডার আই স্মার্ট। ফিচার ও স্পেসিফিকেশন দেখে বিশেষজ্ঞদের দাবি, তেল বাঁচবে ও মাইলেজ ভালো দেবে এই বাইক।

এরই মধ্যে ফাঁস হয়েছে বাইকের একাধিক ফিচার ও স্পেসিফিকেশন।

এই বাইক সাধারণত দু’ধরনের হবে, একটি ড্রাম ও একটি ফ্রন্ট ডিস্ক। তবে বাইকটির দাম কেমন হবে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ না করলেও মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই থাকবে হিরোর এ নতুন বাইক।

জয়নিউজ/আরএস/পিডি

 

 

 

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM