প্রভাবশালী ১০০ নারীর তালিকায় রোহিঙ্গা তরুণী!

কক্সবাজারের শরণার্থী শিবিরে জন্ম নেওয়া রোহিঙ্গা তরুণী জেসমিন আক্তার প্রভাবশালী ১০০ নারীর তালিকায় জায়গা করে নিয়েছেন!

- Advertisement -

বুধবার (১৬ অক্টোবর) বিবিসি তাদের ওয়েবসাইটে ২০১৯ সালের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীর তালিকা প্রকাশ করে। সেখানেই জায়গা হয় জেসমিনের।

- Advertisement -google news follower

পরিবেশ, জ্ঞান, নেতৃত্ব, সৃষ্টিশীলতা, খেলাধুলা ও পরিচিতি-এমন ছয়টি ক্যাটাগরিতে প্রভাবশালী নারীদের তালিকা প্রকাশ করে বিবিবি।

বিবিসি তাদের ওয়েবসাইটে এ ১০০ নারীর সংক্ষিপ্ত পরিচয় প্রকাশ করেছে যেখানে জেসমিনকে বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক হিসেবে দেখানো হয়েছে।

- Advertisement -islamibank

উল্লেখ্য, জেসমিন আক্তার বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে জন্ম নেন। জেসমিন জন্মগ্রহণ করার অল্প কিছুদিন আগেই তার বাবা মারা যান। রোহিঙ্গা ক্যাম্পেই তিনি বেড়ে ওঠেন। এরপরে শরণার্থী হিসেবে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান।

যুক্তরাজ্যে যাওয়ার পর ব্র্যাডফোর্ড শহরের অল-এশিয়ান গার্লস ক্রিকেট দলে খেলে নিজেকে ক্রীড়াবিদ হিসেবে মেলে ধরেন জেসমিন।

এমনকি এ বছর প্রথমবারের মতো আয়োজিত পথশিশুদের বিশ্বকাপ ক্রিকেটে তিনি ইংল্যান্ড দলের হয়ে অংশ নেন।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM