মশক নিধনে চসিকের মাসব্যাপী ক্রাশ প্রোগাম শুরু

মশক নিধনে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) আবারও শুরু করেছে মাসব্যাপী ক্রাশ প্রোগ্রাম। চসিকের পরিচ্ছন্ন বিভাগের উদ্যোগে এই প্রোগ্রামের উদ্বোধন করেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।

- Advertisement -

বুধবার (১৬ অক্টোবর) সকালে নগরের ডিসি হিলে থেকে এ ককর্মসূচি শুরু করা হয়।

- Advertisement -google news follower

এ সময় মেয়র  বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। সারাবছর  মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম অব্যাহত থাকবে। চসিকের পাশাপাশি  নগরবাসীকে স্ব স্ব দায়িত্ব পালনে সচেষ্ট হতে হবে।

তিনি আরো বলেন, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রতিনিধিদের মশার প্রজননক্ষেত্র ধবংস করা, বাসস্থানের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নালা নর্দমা পরিষ্কার রাখার কাজে নাগরিক দায়িত্ব পালন করতে হবে।

- Advertisement -islamibank

এতে আরো উপস্থিত ছিলেন চসিক বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কাউন্সিলর শৈবাল দাশ সুমন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী, মোরশেদ আকতারসহ সংশ্লিষ্টরা।

জয়নিউজ/পার্থ/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM