লক্ষ্মীপুরে গুলিতে কোবরা নিহত

0

লক্ষ্মীপুরে একাধিক হত্যা মামলা আসামি ইলিয়াস কোবরা গুলিতে নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর রাতে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বকুলতলা এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ইলিয়াস কোবরা উত্তর জয়পুর ইউনিয়নের মাগুড়া এলাকার নুরুল আমিনের ছেলে।

পুলিশ জানান, পুলিশের ধারণা দুই সন্ত্রাসী বাহিনীর গোলাগুলিতে নিহত হয়েছে সে। নিহতের বুকে গুলির চিহ্ন রয়েছে। তবে ঘটনাস্থল থেকে একটি বন্দুক ২ রাউন্ড গুলি ও ৫টি গুলির খোসা এবং দেশিয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জয়নিউজকে জানান, গভীর রাতে গোলাগুলির আওয়াজ শুনে ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় অজ্ঞাত এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর তার পরিচয় নিহতের স্বজরা সনাক্ত করে।

গুলিতে নিহত আসামি ইলিয়াস কোবরা। তার বিরুদ্ধে কয়েকটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সে শীর্ষ সন্ত্র্রাসী হিসেবে পরিচিত। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই সন্ত্রাসী বাহিনীর অভ্যন্তরীণ কোন্দলে নিজেদের মধ্যে গোলাগুলির ঘটনায় নিহত হয় সে।

জয়নিউজ/আতোয়ার/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM