সাতকানিয়ায় প্রথমবারে মতো ইভিএমে ভোটগ্রহণ চলছে

সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারে মতো ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলছে । তবে নিবার্চনে ভোটারদের উপস্থিতি হাতে গোনা।
সোমবার (১৪ আক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয় এ ভোটগ্রহণ প্রক্রিয়া।

- Advertisement -

বিএনপি মনোনীত প্রার্থী (ধানের শীষের) আবদুল গাফফার চৌধুরীর জয়নিউজকে বলেন, ভোট কেন্দ্র থেকে আমার ভোটারদের বের করে দেওয়া হচ্ছে এবং তাদের ওপর মারধরও হয়েছে।

- Advertisement -google news follower

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর তঞ্চঙ্গ্যা জয়নিউজকে জানায়, সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে কোথাও কোনো মারামারি বা হামলার খবর পাওয়া যানি।

এছাড়া ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার জন্য ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। এছাড়া বিচারিক ম্যাজিস্ট্রেট আছেন একজন।
উপজলো নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১২৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৯৩টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ও অন্যান্য কেন্দ্রগুলোকে সাধারণ কেন্দ্র। নির্বাচনে ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৫ প্লাটুন বিজিবি, র্যা বের ৪টি টহল টিম কাজ করছে।

জয়নিউজ/হিমেল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM