বন্দরে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

0

নগরের বন্দরের কলসী দিঘীর পাড় এলাকা থেকে ৩৯০০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার (১৩ অক্টোবর) তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছে ৩টি বিদেশি মদের বোতল, ২৪টি বিয়ার, ৩৩টি মোবাইল সেট, ২টি ল্যাপটপ ও ৩টি ক্যামেরা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাগেরহাটের মংলা থানার আব্দুল বারেক সিকদারের ছেলে মো. মিরাজ (৩০), একই এলাকার মো. আকতার মিয়া (৩২) ও কক্সবাজারের পেকুয়া থানার বাদশা মিয়ার ছেলে মো. আব্বাস মিয়া (৩৬)।

নগর গোয়েন্দা (উত্তর) পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার কলসী দিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে ৩টি বিদেশি মদের বোতল, ২৪টি বিয়ার, ৩৩টি মোবাইল সেট, ২টি ল্যাপটপ ও ৩টি ক্যামেরাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো বলেন , গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মামলা করা হয়েছে।

জয়নিউজ/রিফাত/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM