খাগড়াছড়িতে প্রবারণা পূর্ণিমা পালন

0

খাগড়াছড়িতে নানাধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রবারণা পূর্ণিমা পালন করছেন।

রোববার (১৩ অক্টোবর) ভোর থেকে বৌদ্ধ বিহারগুলোতে শুরু হয় প্রবারণা পূর্ণিমার আনুষ্ঠানিকতা।

তিন মাসের বর্ষাব্রত শেষে প্রবারণা তিথিতে বৌদ্ধ ভিক্ষুরা বিহার থেকে বের হন। সোমবার থেকে বিহারে বিহারে চলবে মাসব্যাপী কঠিন চীবরদানোৎসব।

রোববার সন্ধ্যায় আকাশ প্রদীপ প্রজ্জালনের পাশাপাশি মারমা জনগোষ্ঠীরা চেঙ্গী নদীতে ওয়াগ্যো প্যোয় উৎসব পালন করে।

এ দিকে সীমান্ত শহর রামগড় মহামুনি বৌদ্ধবিহার, আনন্দ বৌদ্ধবিহার, চৌধুরী পাড়া বৌদ্ধবিহারসহ বিভিন্ন বিহারে প্রবারণা পূর্নিমা নানা আনুষ্ঠানিকতায় উদযাপন হচ্ছে।

জয়নিউজ/শ্যামল/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM