রণজিৎ রক্ষিত স্মৃতি আবৃত্তি প্রতিযোগিতা ১৮ অক্টোবর

0

বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম ও বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রামের উদ্যোগে আবৃত্তিশিল্পী‘রণজিৎ রক্ষিত স্মৃতি আবৃত্তি প্রতিযোগিতা আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।

চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজে সকাল নয়টায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ক, খ, গ ও ঘ এই ৪ টি বিভাগে প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে: মুক্তিযুদ্ধ/ দেশ/ প্রেম।

প্রতিযোগিতার ফরম প্রাপ্তির নির্ধারিত স্থানসমূহ-(বুকমার্ক ও নন্দন, চেরাগী পাহাড়), (গাউছিয়া ফটোস্ট্যাট, নিউমার্কেট মোড়), (অজন্তা বুক হাউস, চকবাজার), (গ্লোরী ফটোস্ট্যাট, কমার্স কলেজ), (আলমের দোকান, শিল্পকলা একাডেমির বিপরীতে), (ভাগিনার দোকান, চবি) এবং মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ (শুধুমাত্র শুক্রবার)।

এছাড়াও অনলাইনে নিবন্ধন করা যাবে। অনলাইনলিংক: forms.gle/nT5H8jietok3u69Y7

ফরম জমা দেওয়ার শেষ তারিখ: ১৮ অক্টোবর ২০১৯ শুক্রবার, সকাল ৯ টায় চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজে।

অনলাইনে নিবন্ধনের শেষ সময় ১৭ অক্টোবর ২০১৯ রাত ১২টা পর্যন্ত। এছাড়াও প্রতিযোগিতার ফরম জমা দেওয়া যাবে বুক মার্ক ও নন্দন, চেরাগী পাহাড় এবং মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ (শুধুমাত্র শুক্রবার)। সকলের সুবিধার্থে এই ফরমের প্রিন্টকপি অথবা ফটোকপি গ্রহণযোগ্য হবে।

উল্লেখ্য, ৫ আগস্ট ২০১৯ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস‘রণজিৎ রক্ষিত স্মৃতি আবৃত্তি প্রতিযোগিতা ২০১৯’এর প্রকাশনার মোড়ক উন্মোচন করেন।

জয়নিউজ/বিআর
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM