আজ কোজাগরী লক্ষ্মীপূজা

শারদীয় দুর্গোৎসবের রেশ কাটতে না কাটতেই কোজাগরী লক্ষ্মীপূজা উপলক্ষে ঘরে ঘরে আরাধনায় মেতেছে বাঙালি হিন্দুরা।

- Advertisement -

রোববার (১৩ আক্টোবর) সকাল থেকেই দেবী লক্ষ্মীর আরাধনায় সেজে উঠেছে নগরের হিন্দুদের সব বাড়ির গৃহকোণ।

- Advertisement -google news follower

শাঁখ বাজিয়ে, ধূপ-ধুনো-প্রদীপ জ্বালিয়ে দেবী লক্ষ্মীকে বরণ করে ঘরে তুলে হিন্দু ধর্মাবলম্বীরা। শস্য সম্পদের দেবী বলে ভাদ্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন পূর্ণিমা ও দীপাবলীতে লক্ষ্মীর পুজো হয়।

হিন্দুশাস্ত্র মতে, সৌভাগ্য ও ধন সম্পদের দেবী লক্ষ্মী। দেবী লক্ষ্মী শুধু ধনই দেন না। ষোল প্রকার সম্পদ প্রদান করেন তিনি। খ্যাতি, জ্ঞান, সাহস, শক্তি, জয়, সুসন্তান, বীরত্ব, স্বর্ণ, অন্যান্য রত্নরাজি, শস্য, সুখ, বৃদ্ধি, সৌন্দর্য, উচ্চাশা, উচ্চভাবনা, নৈতিকতা, সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন।

- Advertisement -islamibank

সন্ধ্যায় বাঙালির ঘরে ঘরে জ্বলে উঠবে মঙ্গল প্রদীপ। আঁকা হবে আলতা রাঙা পায়ের চিহ্ন। ধন-সম্পদের আশায় হিন্দু নারী ও পুরুষেরা উপবাস ব্রত পালন করবেন। ফুল, ফল, মিষ্টি, নৈবেদ্য দিয়ে আরাধনা করবেন দেবীর।

জয়নিউজ/হিমেল/পিডি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM