সিপিএল শিরোপা জয় সাকিবদের

ব্যাটে বলে ফাইনালে রাখতে পারেননি কোনো অবদান। তবে তাতে খুব একটা সমস্যা হয়নি বারবাডোজ ট্রাইডেন্টসের। সিপিএলের শিরোপা জিতেছে জেসন হোল্ডারের দল। ফাইনালে তারা গায়ানা আমাজন ওয়ারিয়র্সকে  হারিয়েছে ২৭ রানে।

- Advertisement -

শনিবার (১৩ অক্টোবর) ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে  টস জিতে ব্যাট করে বারবাডোজ। ১৭২ রানে লক্ষ্য তাড়ায় ৯ উইকেটে ১৪৪ রান করে গায়না।

- Advertisement -google news follower

পাঁচে ব্যাট করতে নেমে ১ চারে ১৫ বলে ১৫ রান করে রান আউট হয়ে যান সাকিব। বোলিংয়ে ২ ওভারে ১৮ রান দিয়ে থাকেন উইকেটশূন্য।

বারবাডোজের অ্যালেক্স হেলস ২৪ বলে ফিরেন ২৮ রান করে। আরেক ওপেনার জনসন চার্লস ২২ বলে ৬ চার ও এক ছক্কায় করেন ৩৯ রান।

- Advertisement -islamibank

পরের চার ব্যাটসম্যানের মধ্যে দুই অঙ্কে যেতে পারেন কেবল সাকিব। ভালো শুরুর পর দিশা হারানো বারবাডোজ লড়াইয়ের পুঁজি গড়ে জোনাথন কার্টারের ব্যাটে। ২৭ বলে চারটি করে ছক্কা ও চারে ৫০ রানে অপরাজিত থাকেন তিনি। অ্যাশলি নার্স ১৫ বলে করেন অপরাজিত ১৯ রান।

ব্যাট করতে নেমে এক পাশে বোলারদের ওপর চড়াও হয়ে দ্রুত রান তুলছিলেন ব্র্যান্ডন কিং। অন্য পাশে মিলেনি সঙ্গ। ৩৩ বলে ৪৩ রান করে কিং ফিরে গেলে ভাটা পড়ে রানের গতিতে।

মিডল অর্ডারে দলকে টানতে পারেননি নিকোলাস পুরান। ২৫ বলে ফিরেন ২৪ রান করে। শেষের দিকে ২ ছক্কায় ২৫ রানে পরাজয়ের ব্যবধান কিছুটা কমান কিমো পল।

২৪ রানে ৪ উইকেট নিয়ে বারবাডোজের সেরা বোলার রেমন রিফার।

জয়নিউজ/পার্থ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM