ফিফা প্রেসিডেন্ট ঢাকা আসছেন বুধবার

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো বাংলাদেশ সফরে আসছেন বুধবার। এ সফরে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।

- Advertisement -

তিনি নির্বাচিত হওয়ার পর এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে দেশের ফুটবলের কি অবস্থা দেখার জন্য মূলত এ সফরের লক্ষ্য। তার এ সফরকে বলা হচ্ছে ‘এশিয়ায় গুডউইল সফর।’

- Advertisement -google news follower

মঙ্গোলিয়া থেকে বুধবার (১৬ অক্টোবর) বিকেলে ঢাকা এসে পৌঁছার কথা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

বাফুফে সভাপতি আরও জানান, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ফিফা প্রেসিডেন্ট।

- Advertisement -islamibank

বাংলাদেশে এ নিয়ে কোনো ফিফা সভাপতির চতুর্থবার আগমন। ১৯৮০-৮১ সালের দিকে প্রথম হোয়াও হ্যাভেলেঞ্জ এসেছিলেন। এরপর সেপ ব্লাটার দুবার এসেছিলেন ২০০৬ ও ২০১২ সালে। সর্বশেষ সেফ ব্ল্যাটার এসেছিলেন ২০১২ সালের ৬ মার্চ। বাফুফে ভবন সংলগ্ন অ্যাস্ট্রো টার্ফ উদ্বোধন করার জন্য। এর আগে ২০০৬ সালে এসে বাফুফে ভবন উদ্বোধন করেছিলেন তিনি।

জয়নিউজ ডেস্ক
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM