অলস সময়ে মলিন মুখ জেলেদের

0

৯ অক্টোবর থেকে টানা ২২ দিনে সাগরে মাছধরা বন্ধ। কিছুদিন আগেও যেখানে ইলিশ শিকারে জেলেদের ছিল রাজ্যের ব্যস্ততা। এখন আর সেটি নেই। তাই এখন বেশ কিছুদিন অলস সময় কাটবে তাদের। জেলেরা জানালেন, এ সময়ে তারা পুরানো জাল ও নৌকাগুলো মেরামত করবেন। তবে মাছ ধরাবন্ধ থাকায় বেশ কিছুদিন অর্থকষ্টে দিন কাটবে তাদের। নগরের ফিশারিঘাট থেকে তোলা ছবি।

 

KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM