ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ৫ বাংলাদেশি গ্রেপ্তার

ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করার অভিযোগে উত্তর ২৪ পরগনা থেকে ৫ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে এনডিটিভি।

- Advertisement -

বিএসএফের তরফ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, দু’টি আলাদা ঘটনায় উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙ্গা এবং তারালি এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ওই অবৈধ অনুপ্রবেশকারীরা জানিয়েছেন, বাংলাদেশি দালালদের সাহায্যে ভারতে ঢোকার চেষ্টা করেন তারা।

- Advertisement -google news follower

পরবর্তী আইনি পদক্ষেপের জন্য তাদেরকেথানার হাতে তুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙ্গা এবং রাজনগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রসঙ্গত, এখন পর্যন্ত অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত পার করার চেষ্টা করার কারণে ২৭৮ জন ভারতীয় এবং ১ হাজার ২১৪ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বিএসএফ।

- Advertisement -islamibank

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM