নারীর ভ্যানিটি ব্যাগে ২০০ ইয়াবা

0

পটিয়া পৌর সদরের ডাকবাংলো মোড় এলাকা থেকে ২০০ ইয়াবাসহ এক নারী মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
তার নাম চামেলী (২৭)। সে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার বালিয়ান ইউনিয়নের মঙ্গল বাড়ির হযরত আলীর স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডাকবাংলো মোড় এলাকা হতে আগে থেকে ওঁৎ পেতে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ টিমের সদস্যদের হাতে গ্রেফতার হন চামেলী।

এসময় তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগে টিস্যু পেপারে মোড়ানো অবস্থায় ২০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম ‘খ’ সার্কেলের সহকারী উপপরিদর্শক এ কে এম আজাদ উদ্দিন জয়নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন নারী মাদক ব্যাবসায়ী কক্সবাজার হতে ইয়াবা নিয়ে চট্টগ্রামের দিকে আসছে। সে পরিবহনের কৌশল পাল্টানোর জন্য পটিয়া ডাকবাংলো মোড়ে নেমে অন্য গাড়িতে উঠার সময় তাকে আমরা চ্যালেঞ্জ করি।

এসময় তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগ থেকে টিস্যু দিয়ে মোড়ানো অবস্থায় ২০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে ধৃত নারী মাদক ব্যাবসায়ী জানায়, ইয়াবাগুলো সে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য কক্সবাজার হতে নিয়ে এসেছিল।

চামেলীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে পটিয়া থানা পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জয়নিউজ/কাউছার/আরএইচ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM