বিএনপি সকল ধর্মে বিশ্বাসী: বক্কর

বিএনপি সকল ধর্মে বিশ্বাসী মানুষের পাশে ছিল, আগামীতেও থাকবে উল্লেখ্য করে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বিএনপির শাসনামলে হিন্দু সম্প্রদায়ের মানুষরা যেভাবে আনন্দ-উৎসব করেছে তা ইতিহাসের পাতায় লেখার মতো।

- Advertisement -

সোমবার (৭ অক্টোবর) রাতে দুর্গাপূজার মহানবমীতে সনাতন ধর্মালম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে নগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

- Advertisement -google news follower

এসময় তিনি কারাবন্দি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাতে এসেছি উল্লেখ করে বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আবহমান কাল ধরেই এই উপমহাদেশে এই ধর্মীয় উৎসবটি আনন্দঘন পরিবেশে পালিত হয়ে আসছে। দুর্গা উৎসবে সাম্প্রদায়িকতার বিভেদ ভুলে এদেশের হিন্দু, মুসলমানসহ সকল শ্রেণির মানুষের মহামিলনের সূচনা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গির আলম দুলাল, শামছুল হক, নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী, নগর বিএনপির সহসম্পাদক আবদুল হাই, সালাউদ্দিন লাতু, সদস্য ইউসুফ সিকদার, আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির সভাপতি আলাউদ্দিন আলি নূর, সাধারণ সম্পাদক সৈয়দ আবুল বসর, এনায়েত বাজার ওয়ার্ড সাধারণ সম্পাদক জাহেদ উল্ল্যাহ রাসেদ, বাগমনিরাম ওয়ার্ড সাধারণ সম্পাদক আবু ফয়েজ, থানা বিএনপি নেতা মো. এনায়েত হোসেন, নগর যুবদল নেতা তানভীর মল্লিক, মো. মামুন, মো. হেলাল উদ্দিন ও মো. হাসান।

- Advertisement -islamibank

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপি নেতা আলী আহমদ, মুক্তিযোদ্ধা শাহাজাহান, মো. মহিউদ্দিন, মুছা আলম, মো. শাহাজাহান, মোহন চৌধুরী, মো. আবুল, আবদুর রশিদ, মো. আনোয়ার, হারুন জামান টিটু, কাইয়ুম উদ্দিন, মো. জাহাঙ্গির, আবদুর নূর, মো. মোরশেদ, কেদারনাত পূজা কমিটির সভাপতি বিপ্লব দে, সাধারণ সম্পাদক বরুন দাস, মহিলা সংঘ পূজা কমিটির সভাপতি মিনু চৌধুরী, সাধারণ সম্পাদক গীতা রোদ্দ, বাবুল লাল, পূজামণ্ডপ কমিটির সভাপতি মুন্না ঘোষ, সাধারণ সম্পাদক বিকাশ ঘোষ, বজ্রধাম পূজামণ্ডপ কমিটির সভাপতি সুজন দাশ ও সাধারণ সম্পাদক শিমুল দাস প্রমুখ।

জয়নিউজ/কাউছার/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM