সীতাকুণ্ড শিপইয়ার্ডে দুর্ঘটনায় শ্রমিক নিহত

0

সীতাকুণ্ডের শিপইয়ার্ডে কাজ করার সময় রবিউল ইসলাম (২১) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (৭ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রোববার রাত একটার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল সাগর পাড়ে অবস্থিত এইচএম শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজ নামে একটি জাহাজভাঙ্গা কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত হয় রবিউল।

পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যায় সে। নিহত রবিউল জামালপুর জেলার ইসলামপুর থানার বাসিন্দা হায়াত ফকিরের ছেলে।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) শামীম শেখ বলেন, রবিউল এইচএম শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিজ নামে জাহাজভাঙা কারখানায় কাটার ম্যানের সহকারি হিসেবে কর্মরত ছিল। গত রোববার গভীর রাতে কাজ করার সময় সে দুর্ঘটনার শিকার হয়। অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করায়।

সোমবার সকালে রবিউল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। লাশটি ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে সীতাকুণ্ড মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

জয়নিউজ/সেকান্দর/আরএইচ
KSRM
আরও পড়ুন
লোড হচ্ছে...
×KSRM